ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে হাইওয়ে পুলিশের রেকার হেলপার তুহিন মিয়া গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দিনগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। আহত রেকার হেলপার তুহিন মিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উত্তরবঙ্গগামী প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এতে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে গেলে এলোপাতাড়ি গুলি ছুড়ে ডাকাতরা মাইক্রোবাস রেখে পালিয়েছে। এ সময় ডাকাতদের ছোড়া একটি গুলি পুলিশের রেকার হেলপার তুহিন মিয়ার কব্জিতে লাগে।
পরপর মহাসড়কে এমন ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে। চালকদের অভিযোগ, রাতের মহাসড়কে পুলিশের তৎপরতা না থাকা ও তল্লাশি চৌকি না বসানোয় ডাকাতির ঘটনাটি ঘটছে।
মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানায়, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। তিনি শুক্রবার জর্ডান থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। রাতে তারা টঙ্গী এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন।
মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলে পেছন দিক থেকে আসা একটি হাইয়েস তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে।
এ সময় ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তাদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকি-টকি, পুলিশের হ্যান্টকাফ, বন্দুক, চাপাতি, ছুরি, লাঠি ও দাঁ ছিল।
সবাইকে জিম্মি করে ৫-৬টি মেবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ তাদের মালামাল লুটে নেয়। তারা চিৎকার করলে গুলি করার হুমকি দেয় ডাকাতরা।
মহাসড়ক দিয়ে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোঁড়ে। গুলিতে হাইওয়ে থানার রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেদুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েস ও প্রবাসীর মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ এক জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.