
সোমবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার (বেলটিয়াবাড়ী) মোড়ে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, আহত হওয়ার ঘটনা ঘটেছে। ফাঁকা গুলির বিষয়টি জানা নেই।
আহত রানা টাঙ্গাইল পৌর শহরের পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদারি পেশায় নিয়োজিত।
প্রত্যক্ষদর্শী সাদিক হাসান জানান, রানাসহ আমরা ৫ জন ঠিকাদার একটি দোকানে বসে ছিলাম।
এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। ভয়ে তার কাছে যেতে পারিনি।
পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে সন্ত্রাসীরা ২ টি রিভলবার দিয়ে ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। পরে গুরুতর অবস্থায় রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ দিকে, আহত রানার স্ত্রী মিরা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। তার ধারণা, জমি বা ঠিকাদারি কোনো দ্বন্দ্বের জেরে হামলা হয়ে থাকতে পারে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাশিম রেজা জানান, তার (রানা) শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।