টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ডেভিল হান্ট অপারেশনে মোঃ মিজানুর রহমান নামের এক যুব লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৫মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত- মিজানুর রহমান বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বন্দে ভাট পাড়া এলাকার মৃত: বছির মিয়ার ছেলে।
মিজানুর রহমান বাসাইল উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে বাসাইলের বন্দে ভাট পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মিজানুর রহমান কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গত (১৩ নভেম্বর) টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে ১৮ নং একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে রবিবার তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.