
টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে পাঁচটি করাতকল উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুরে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের অধীনে মহানন্দপুর, গড়বাড়ি, বাঘের বাড়ি, আইলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে এ সব করাতকল উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।
এ সময় টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলী, পুলিশ, সেনাবাহিনী ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা এমরান আলী আজকের পত্রিকাকে বলেন, কোনো প্রকার সরকারি নিয়ম-নীতি না মেনে, অনেক জায়গায় বনের পাশেই অবৈধভাবে স্থাপিত করাতকলগুলো চলছিল।
এরকম পাঁচটি করাতকল উচ্ছেদ করে যন্ত্রাংশগুলো জব্দ করা হয়েছে। অভিযানে কাউকে আটক বা জরিমানা করা যায়নি। এ রকম অভিযান অব্যাহত থাকবে।