তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ (বালক/বালিকা) ফুটবল ও এ্যাথলেটিক্সের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাবেক জাতীয় ফুটবলার ঈশা মিয়া, আনিসুর রহমান আলো, জেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।
গত (২১ মে) শহিদ মারুফ স্টেডিয়ামে ৪০জন বালক ও বালিকা ফুটবলার ও ৪০ এ্যাথলেট বাছাই করা হয়। নবনিযুক্ত জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফুটবল কোচ হিসেবে উপস্থিত ছিলেন রনজিৎ রায় ও এ্যাথলেটিক্স কোচ বিপ্লব দাস।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.