টাঙ্গাইলের বাসাইল উপজেলায় হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে দুই জনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৮ মে) বিকেলে বাসাইল-টাঙ্গাইল সড়কের কাশিল বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
সংশ্লিষ্ট সূত্রে, বাসাইল থানা ও সেনাবাহিনীর সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ দিকে হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক দুটি মামলায় তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিনসহ বাসাইল আর্মি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.