
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় এক মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালক মো. মাহবুব (২৪)। তিনি গাজীপুর জেলার জমির উদ্দিনের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উত্তর-বঙ্গগামী একটি মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় মোটরসাইকেলটি গতি কমালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
এ সময় পেছনের আরেকটি ট্রাক এসে সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
পরে আহত মোটরসাইকেল চালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।