টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাড়ির উঠানে খেলার সময় সাপের কামড়ে তাসলিমা (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের শামীম মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলা করার সময় তাসলিমাকে বিষধর সাপে কামড় দেয়। তার দাদি বিষয়টি দেখতে পান। পরে শিশুটিকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.