টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক বিক্রির দায়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রঞ্জু আহমেদ জানিয়েছেন গত রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ঐ এলাকায় একটি চা দোকানে অভিযান করে। অভিযানে যৌথ বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চা বিক্রির আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া এলাকার মেছের আলীর স্ত্রী নার্গিস আক্তার(৪৫)।
এ সময় তার কাছে থেকে নগদ ২৪ হাজার ৪শ’ টাকা, ৯০ পিচ ইয়াবা, ২০গ্রাম গাজাসহ মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। এ অভিযানে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন সাকিব কে বলেন ঐ মহিলা চা-বিস্কুট দোকানের ভিতরে মাদক ব্যবসা করত।
ঐ মহিলার স্বীকারোক্তি অনুসারে জানা যায়, ঢাকা থেকে নিয়মিত মাদক আনা-নেয়া করত।
তিনি আরও জানান, এইরকম মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে এবং প্রত্যেক এলাকায় নিজ নিজ দায়িত্বে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.