প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১২:৫৩ পি.এম
ঘাটাইলে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক স্কুল ছাত্রী আঁখি আক্তার (১৪) এর মৃত্যু হয়েছে।
আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আয়নুদ্দিনের মেয়ে। নিহত আখি আক্তার ঘাটাইল দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
আখির চাচা জামাল হোসেন জানান, গত শুক্রবার রাত ৯ টার দিকে ঘরে টেবিল থেকে বই আনতে হাত দেয় আঁখি।
এ সময় তার ডান পায়ের আঙুলে সাপে কামড় দেয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসা না পাওয়ায় আঁখির মৃত্যু হয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.