টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া ছয় আনী পাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে ও কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাহাদুর, বাসাইল পৌরসভার বর্নিকিশোরী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তায়েবুর রহমান ওরফে তুলা মিয়া এবং উপজেলার পূর্বপৌলীর বিলপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ও কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ মিয়া।
পুলিশ জানায়, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত (১৩ নভেম্বর) টাঙ্গাইল সদর থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার (ওসি) জালাল উদ্দিন বলেন, টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.