ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

  • ডেস্ক প্রবাহ
  • আপলোডের সময় : ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৫০২৬ Time View

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’  ইউনিটের  ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে  অনুষ্ঠিত হবে। আর্কিটেকচার পরীক্ষা হবে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত।  ইতোমধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় এক লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

এ ছাড়াও বিকেলের আর্কিটেকচার পরীক্ষায় ৩ হাজার ১৩৯ জন অংশ নিবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২ জন পরীক্ষা দিবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম  আখন্দ  জানান,  ‘সি’ ও  ‘বি’ ইউনিটের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নেওয়ার লক্ষ্যে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তথ্য কেন্দ্র এবং পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের জন্যও নির্ধারিত স্থানে নিরাপদে বসার ব্যবস্থা করা হয়েছে।

কমিটির আহবায়ক গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণের সাথে সভা করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সভায় উপস্থিত সদস্যগণ পরীক্ষার সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন।

আহবায়ক গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ‘সি’ ও ২ মে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের  পরীক্ষার মতো  ৯ মে অনুষ্ঠিতব্য  ‘এ’  ইউনিটের পরীক্ষা  চলাকালীন সময়েও সংশ্লিষ্ট  প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

একই সঙ্গে তিনি, এই বৃহৎ পরিসরে আয়োজিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে তাদের স্ব স্ব দায়িত্ব আন্তরিকভাবে পালন করার জন্য অনুরোধ করেন।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আগামী পরীক্ষায় তাদের যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ, ‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২ মে অনুষ্ঠিত হয়, ফলাফল প্রকাশিত হয় ৫ মে। সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

আপলোডের সময় : ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’  ইউনিটের  ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে  অনুষ্ঠিত হবে। আর্কিটেকচার পরীক্ষা হবে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত।  ইতোমধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় এক লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

এ ছাড়াও বিকেলের আর্কিটেকচার পরীক্ষায় ৩ হাজার ১৩৯ জন অংশ নিবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২ জন পরীক্ষা দিবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম  আখন্দ  জানান,  ‘সি’ ও  ‘বি’ ইউনিটের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নেওয়ার লক্ষ্যে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তথ্য কেন্দ্র এবং পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের জন্যও নির্ধারিত স্থানে নিরাপদে বসার ব্যবস্থা করা হয়েছে।

কমিটির আহবায়ক গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণের সাথে সভা করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সভায় উপস্থিত সদস্যগণ পরীক্ষার সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন।

আহবায়ক গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ‘সি’ ও ২ মে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের  পরীক্ষার মতো  ৯ মে অনুষ্ঠিতব্য  ‘এ’  ইউনিটের পরীক্ষা  চলাকালীন সময়েও সংশ্লিষ্ট  প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

একই সঙ্গে তিনি, এই বৃহৎ পরিসরে আয়োজিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে তাদের স্ব স্ব দায়িত্ব আন্তরিকভাবে পালন করার জন্য অনুরোধ করেন।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আগামী পরীক্ষায় তাদের যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ, ‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২ মে অনুষ্ঠিত হয়, ফলাফল প্রকাশিত হয় ৫ মে। সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।