
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধলীপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে আজিজুর রহমান (৫০) এবং বড়চওনা এলাকার সোনা মিয়ার ছেলে মাসুদ রানা (২৬)।
এ সময় তাদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩ এর মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।