টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হেলাল উদ্দিন, অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিটি মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলো।
পরে সিএনজিটি উপজেলার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ঘটনা স্থলে মারা যান। সিএনজিটির একমাত্র যাত্রী এ সময় গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.