টাঙ্গাইলে ভারতের ওয়াকফ আইনের বিতর্কিত রায় বাতিল, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী সুপারিশ বাতিল এবং ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কওমী ওলামা পরিষদ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা শামসুজ্জামান, হাফেজ মাওলানা জাকির আহমেদ, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন- ভারতের অবৈধ কালো আইন বাতিল করতে হবে। ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্মম ভাবে হত্যা বন্ধ করতে হবে।
অন্যাথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.