
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম (৫১) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক শফিকুল ইসলাম জানান, রাতে সাইফুল ভাই আমাকে মুঠোফোনে কল দিয়ে জানায় মির্জাপুর গিয়ে মাছের রেনু আনতে হবে।
পরে অটোরিকশা নিয়ে তাকে ও জেলে মদন চন্দ্র রাজবংশীকে সঙ্গে নিয়ে মির্জাপুর যাওয়ার পথে মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আমাদের রাস্তা অবরোধ করে।
পরে মোটরসাইকেলে থাকা তিন জন আমাদের ছুরি ও বন্দুক ধরে ছিনতাই করে। এ সময় এক জন ছিনতাইকারী সাইফুল ভাইকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে আমরা সাইফুল ভাইকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাই। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, আমার ভাই তো নাই, তাকে তো আর পাবো না। যারা এ কাজ করছে তাদের বিচার চাই।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান বলেন, ঘটনাটি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের একাধিক ঠিম মাঠে কাজ করছে। তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।