
ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি তেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন।
আবদুল্লাহ আল মামুন প্রযোজিত শহীদুল্লা কায়সারের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত, ১৯৮৮-৮৯ সালে প্রচারিত বিটিভির ‘সংশপ্তক’ নাটকে অভিনয় করেছিলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা।
হুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, জাকির হোসেন রাজু সহ দেশের প্রথম সারির নির্মাতাদের নির্দেশনায় অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, জাকির হোসেন রাজুর ‘জি হুজুর’ সহ বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে।
বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন তিনি।
মাসুদ পথিকের পরিচালনায় ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাঁকে। ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন ফেরদৌসী আহমেদ লিনা
২০২০ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।