প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৯:০৯ এ.এম
সখীপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যা: স্বর্ণালঙ্কার লুট

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আমিনা বেগম (৪৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বত্তরা।
আমেনা বেগম সখীপুর উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ির পাশে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে, বুধবার রাতে গৃহবধূ আমেনা বেগম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে।
পরে এক পর্যায়ে আমেনা বেগম তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরে থেকে বেরিয়ে আসে।
এরপর রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরে সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়ির পাশে একটি ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় তাকে গলায় ওড়ন পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তাকে হত্যার পর দুর্বৃত্তরা পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহত আমেনা বেগমের মেয়ে লিতু আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.