বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা লুটপাট, চাঁদাবাজি ও অপকর্মে জড়াবেন না। জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে।
তিনি বলেন, অপকর্মের দায়ে সারা দেশে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একবার দল থেকে ছিটকে পড়লে আর উঠে দাঁড়াতে পারবেন না।
শনিবার (১২ এপ্রিল) টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আযম খান বলেন, এখন আর দিনের ভোট রাতে হবে না। সবাই নিরপেক্ষভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সখিপুর উপজেলার রফিক কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু সভাপতিত্ব করেন।
এতে আরো বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একব্বর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.