
টাঙ্গাইল জেলার সখীপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) উপজেলার নলুয়ায় এলাকায় দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুল্লাহ উপজেলার কালমেঘা গ্রামের মো. দেলোয়ার হোসেন ও আছিয়া শিক্ষক দম্পতির একমাত্র পুত্র সন্তান। পরিবার সূত্রে জানা যায়, নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষকা আছিয়া।
তার একমাত্র সন্তান আব্দুল্লাহকে নিয়ে আজ প্রতিষ্ঠানে যান। ওই শিক্ষিকা যখন ক্লাস নিচ্ছিলেন তখন আব্দুল্লাহ বাইরে খেলাধুলা করছিল। ক্লাস শেষে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
মাদ্রাসা সংলগ্ন পুকুরের কাছে গিয়ে ছেলের জুতা দেখতে পেয়ে মায়ের আত্মচিৎকার শুনে অন্যান্য শিক্ষকমণ্ডলী ও কর্মচারী এগিয়ে আসেন।
পরে পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।