
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের দেওয়ান বাড়ি দক্ষিণ পাড়া রিনা আক্তার সুমি (৩১) নামে এক গৃহবধু ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত রিনা আক্তার সুমি রংপুর সদর উপজেলার চেরকা-পাড়া পাগলাপীর এলাকার আব্দুল মালেক মিয়ার মেয়ে।
স্বজনরা জানায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া গ্রামের দেওয়ান রাব্বি সাথে মোবাইল ফোনে রিনার পরিচয় হয়।
গত ৫ মাস আগে মোবাইল ফোনের সূত্র ধরে রিনা সখীপুর রাব্বির বাড়িতে চলে আসে। পরে দেওয়ান রাব্বি সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাব্বির শশুর বাড়ির কারও সাথে কোনো যোগাযোগ ছিল না।
এ দিকে নিহত রিনার শশুর মোজাম্মেল জানান, আমার ছেলে রাজমিস্ত্রী কাজ করে। ঘটনার দিন রাব্বি বাড়িতে ফিরে তার বউকে ঘরের আড়ার সাথে ঝুঁলে থাকতে দেখে আমাকে ফোন দেয়। আমি তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবাররের কাছে হস্তান্তর করা হবে।