ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা সোহেল আনসারী ঢাকায় গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার নেতা সোহেল আনসারীকে (৪০) ঢাকা মহানগর আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সোহেল আনসারী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া কলেজ পাড়া এলাকার নূর মিয়া আনসারীর ছেলে।

সোহেল টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্জাহান আনসারীর ভাতিজা।

শাহ্জাহান আনসারীকে গত বছরের বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের উত্তর ছায়া-বীথি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গাজীপুর জেলা পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে সে টাঙ্গাইলে জেলা কারাগারে বন্দি রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল আনসারীকে (৪০) ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মঙ্গলবার বিকেলে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে সোহেল আনসারী ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন বলে স্বীকার করেন।

এ ছাড়াও তার নামে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা সোহেল আনসারী ঢাকায় গ্রেপ্তার

আপলোডের সময় : ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার নেতা সোহেল আনসারীকে (৪০) ঢাকা মহানগর আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সোহেল আনসারী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া কলেজ পাড়া এলাকার নূর মিয়া আনসারীর ছেলে।

সোহেল টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্জাহান আনসারীর ভাতিজা।

শাহ্জাহান আনসারীকে গত বছরের বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের উত্তর ছায়া-বীথি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গাজীপুর জেলা পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে সে টাঙ্গাইলে জেলা কারাগারে বন্দি রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল আনসারীকে (৪০) ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মঙ্গলবার বিকেলে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে সোহেল আনসারী ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন বলে স্বীকার করেন।

এ ছাড়াও তার নামে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।