ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন জামিল-মুনমুন

  • ডেস্ক প্রবাহ
  • আপলোডের সময় : ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৫০২২ Time View

বিয়ে করলেন মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেন। তার স্ত্রী অন্য কেউ নন, টিভি অভিনেত্রী মুনমুন আহমেদ।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

মডেল-অভিনেত্রী মুনমুনের সঙ্গে পরিচয়ের তথ্য জানিয়ে জামিল হোসেন বলেন, বছর খানেক আগে আমাদের পরিচয়। মুনমুনও অভিনয় করে। মূলত অভিনয়ের সুবাদেই পরিচয়।

একটা সময় আমাদের মাঝে বোঝাপড়া তৈরি হয়। তারপর সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা ভাবি।

পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তথ্য উল্লেখ করে জামিল হোসেন বলেন, এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। নতুন জীবনের শুরুতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।

গতকাল রাতে জামিল হোসেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জামিলের এ পোস্টে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাদের দুজনের শুভাকাঙ্ক্ষীরাও শুভকামনা জানিয়েছেন।

জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। ক্যাপশনে তিনি লিখেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।

বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন মুনমুন। তারপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশ কটি নাটকে অভিনয় করেছেন মুনমুন। তা ছাড়া ‘কাগজ’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নোয়াখালীর ছেলে জামিল হোসেন তবে তার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।

এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছর জুড়েই নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। পাশাপাশি ‘আয়নাবাজি’ ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিয়ে করলেন জামিল-মুনমুন

আপলোডের সময় : ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বিয়ে করলেন মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেন। তার স্ত্রী অন্য কেউ নন, টিভি অভিনেত্রী মুনমুন আহমেদ।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

মডেল-অভিনেত্রী মুনমুনের সঙ্গে পরিচয়ের তথ্য জানিয়ে জামিল হোসেন বলেন, বছর খানেক আগে আমাদের পরিচয়। মুনমুনও অভিনয় করে। মূলত অভিনয়ের সুবাদেই পরিচয়।

একটা সময় আমাদের মাঝে বোঝাপড়া তৈরি হয়। তারপর সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা ভাবি।

পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তথ্য উল্লেখ করে জামিল হোসেন বলেন, এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। নতুন জীবনের শুরুতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।

গতকাল রাতে জামিল হোসেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জামিলের এ পোস্টে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাদের দুজনের শুভাকাঙ্ক্ষীরাও শুভকামনা জানিয়েছেন।

জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। ক্যাপশনে তিনি লিখেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।

বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন মুনমুন। তারপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশ কটি নাটকে অভিনয় করেছেন মুনমুন। তা ছাড়া ‘কাগজ’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নোয়াখালীর ছেলে জামিল হোসেন তবে তার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।

এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছর জুড়েই নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। পাশাপাশি ‘আয়নাবাজি’ ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।