
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ এপ্রিল) মধ্য রাতের দিকে সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শিকদার (৩৮) ওই এলাকার মজনু শিকদারের ছেলে। পুলিশ খুনের ঘটনায় স্ত্রী তানিয়াকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় নিহতের বাবা শনিবার সকালে থানায় হত্যা মামলা করেছে।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বলেন, জুয়েল-তানিয়া দম্পতি তিন সন্তানের জনক-জননী। স্বামী-স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া লেগেই থাকত।
এ নিয়ে বহুবার বিচার সালিশ হয়েছে। তাদের ঘরে ১৩ বছরের এক মেয়ে ৭ ও ২ বছরের দুই ছেলে রয়েছে। ঘটনার রাতে বড় দুই সন্তান ভালুকা উপজেলার বাটাজোড় এলাকায় নানার বাড়িতে ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল ঘুমন্ত থাকা অবস্থায় তার স্ত্রী তানিয়া একটি কাঠের বড় খণ্ড দিয়ে মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নিহত জুয়েলের স্ত্রী তানিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্ত্রী তানিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহতের বাবা মজনু শিকদার ছেলে হত্যায় মামলা করেছেন।
মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।