টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া এলাকায় ধান খেত থেকে এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। উদ্ধারকৃত মহিলার নাম ফজিতুন্নেসা লেবু (৭০)।
তিনি পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চাঁন মাহমুদের স্ত্রী ও লাকড়ী ব্যবসায়ী ফজলুল হকের মা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝিপাড়া এলাকায় ধান খেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.